বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মজুচৌধুরীরহাটে দু’টি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মিম উপজেলার শাকচর গ্রামের কামাল হোসেনের মেয়ে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৯ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআর/জেডএস