পাশাপাশি এসময় রাকিবের স্ত্রী আইরিন, ভাইয়ের স্ত্রী সুরমা ও রিসান নামে এক শিশুসন্তান প্রতিপক্ষের হামলায় আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বেতাগী সানকিপুর ইউনিয়নের সানকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, সানকিপুর গ্রামের বাসিন্দা ও নিহত রাকিবের বাবা আ. ছত্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে আ. রব মৃধাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাকিবের ওপর আকস্মিক রব মৃধা ও তার ছেলে জিহাদসহ স্বজনরা হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এসময় ডাক-চিৎকার শুনে রাকিবের স্ত্রীসহ স্বজনরা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ তাদের হেফাজতে নেয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃঞ্চ রায় চৌধুরী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমএস/জেডএস