পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর সদস্যরা অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত দস্যু সত্তার বাহিনীর এক সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বলেশ্বর নদ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বেশ কয়েকটি অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
র্যাব-৮ এর দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে প্রাথমিক নাম, পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।