ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৩৭  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৩৭   প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ১১, লোহাগড়া থেকে ১১, কালিয়া থেকে ১১ এবং নড়াগাতি থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দু’জন জামায়াত  ও দু’জন বিএনপির নেতাকর্মী এবং তিনজন মাদকবিক্রেতা রয়েছেন। গ্রেফতারদের বিরুদ্ধে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।  

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।