বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের খোয়াজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আব্দুর রব বেপারীর ছেলে।
পুলিশ জানায়, দুপুরে শিহাব মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে একটি মুদির দোকানে জুস কিনতে যাচ্ছিল। এ সময় মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের চাপায় শিহাব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর উপজেলার আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়ির (আইসিও) মো. রমজান আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি