শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ফাতেমা নগর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের পাওয়ার কারের সাত থেকে আটি চাকা লাইনচ্যুত হয়। একইসঙ্গে আরও দু’টি বগিও লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকা ও ময়মনসিংহ থেকে যাওয়া দু’টি রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়।
তিনি জানান, এই লাইনচ্যুতির ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ও ঢাকাগামী ৪৪নং মহুয়া কমিউটার ট্রেনসহ ৪টি ট্রেন আটকে পড়ে।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমএএএম/এনএইচটি