এসময় আহত হয়েছেন আরও দুইজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা থেকে বটতলা রেললাইনের পাশে বসে কানছিল তরুণীটি।
আহতরা হলেন- বটতলা এলাকার কাঠ ব্যবসায়ী মো. মতি মিয়া ও একই এলাকার মো. মুন্না (৪০)। তাদের শহরের খানপুর এলাকার ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মীর সাব্বীর আলী জানান, স্থানীয়রা জানালে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
আরআর