শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাসির মিয়ার স্ত্রী রুমকি আক্তার বাংলানিউজকে জানান, করাতিটোলার নিজ বাসার চার তলায় থাকেন তারা।
তিনি আরও জানান, দুপুরে দুই সন্তানকে নিয়ে ওই এলাকায় তার মায়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখান থেকে বিকেলে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তার। তখনও সবকিছু ঠিক ছিলো। তাদের সন্ধ্যার আগেই বাসায় ফিরতে বলেন তিনি (নাসির)। পরে সন্ধ্যার দিকে বাসায় ফিরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তাকে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এজেডএস/আরবি/