শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।
কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশে দিন দিন সড়ক দুর্ঘটনা বাড়ছে।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে চালকদের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে তাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তোলতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) গাড়ির ফিটনেস পরীক্ষা করে ছাড়পত্র দেওয়ার সময় কোনো অসদুপায় গ্রহণ না করার জন্য অনুরোধ করেন।
ডিসি মামুন আরও বলেন, রাঙামাটি একটি পর্যটন শহর। শহরে যাতায়াতের জন্য অটোরিকশা একমাত্র বাহন। তাই পর্যটকদের সঙ্গে চালকদের কোনরূপ খারাপ আচরণ ফুটে না উঠে, সে লক্ষ্যেই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করার জন্য চালক সমিতিকে বলা হয়েছে। আর চালক সমিতি সে ডাকে সাড়া দিয়ে প্রশিক্ষণের আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান করেন তিনি।
সংগঠনের সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুজ্জামান
মহসিন রোমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তা এবং সমিতির নেতা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
জিপি