শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে কোম্পানিরহাট-আব্দুল্যাহ মিয়ারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ উপজেলার মালিপাড়া গ্রামের মো. বাটু মিয়ার ছেলে।
জিহাদের মামা রাজু আহম্মদ বাংলানিউজকে জানান, সকালে তার ফুফুর বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরছিল জিহাদ। পথে ওই সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় জিহাদ। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসআরএস