ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রলিচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
গোবিন্দগঞ্জে ট্রলিচাপায় শিশু নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইঞ্জিন চালিত বালুবোঝাই একটি ট্রলির নিচে চাপা পড়ে আলিফ মিয়া নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে মায়ের কোলে বসে ছিল শিশু আলিফ। এসময় বালুবোঝাই ট্রলিটি তাদের চাপা দেয়। শিশুটি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় শিশুটির মা আহত হন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার সময় চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।