ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
লালপুরে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক  ইয়াবাসহ আটক ২ মাদকবিক্রেতা

নাটোর: নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। 

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ওই িউপজেলার মহেশ্বর গ্রামের মৃত বিশ্বনাথের ছেলে প্রদীপ কুমার (৩৩) ও দুর্গাপুর গ্রামের মো. এরশাদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৪)।

 

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা, দু’টি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়।  

এ ঘটনায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।