ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মার তীর থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
পদ্মার তীর থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরের শ্রীরামপুর এলাকার পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় (১৬) এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সকালে মহানগরের শ্রীরামপুর পুলিশ লাইন এলাকায় পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, মরদেহ গলে যাওয়ায় প্রথমে বোঝা যাচ্ছিলো না ছেলে না মেয়ে। পরে মেয়ে হিসেবে শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্ত থেকে পদ্মা নদীতে মরদেহটি ভেসে এসেছে। এরপরও নিহতের পরিচয় শনাক্তের জন্য বর্তমানে ঘটনাস্থলের আশপাশে পুলিশ কাজ করছে।

কোনো তথ্য পাওয়া গেলে পরে তা জানানো হবে। আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলে জানান রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।