ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ই-ট্রাফিকিং প্রসিকিউশন প্রসেস কার্যক্রম চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
রাজশাহীতে ই-ট্রাফিকিং প্রসিকিউশন প্রসেস কার্যক্রম চালু ই-ট্রাফিকিং প্রসিকিউশন প্রসেস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। ছবি: বাংলানিউজ

রাজশাহী: ঢাকা ও চট্টগ্রামের পর এবার রাজশাহীতে চালু হলো পুলিশের ই-ট্রাফিকিং প্রসিকিউশন প্রসেস কার্যক্রম।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরের শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, ই-ট্রাফিকিং পদ্ধতিতে ট্রাফিক আইন অমান্যারীদের করা জরিমানা ইউক্যাশের মাধ্যমে সঙ্গে সঙ্গে পরিশোধ করা যাবে। রাজশাহী মহানগর পুলিশের সঙ্গে ইউক্যাশের চুক্তি অনুযায়ী শহরের ২৫টি পয়েন্টে বুথ বসানো হয়েছে। এই ব্যবস্থা মহানগরের ট্রাফিক কার্যক্রমকে আরো গতিশীল করবে।

পুলিশ কমিশনার বলেন, এই পদ্ধতির ফলে রাজশাহী মহানগরের সাধারণ জনগণ সহজে ও দ্রুততার সঙ্গে ট্রাফিক সেবা পাবেন।

এছাড়া সাম্প্রতিক সময়ে সড়ক ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরএমপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চেকপোস্ট জোরদারকরণ ও আইনগত ব্যবস্থাগ্রহণ, জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন পয়েন্টে ব্যানার ও ফেস্টুন লাগানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ট্রাফিক পুলিশ নিয়োগ, ট্রাফিক পুলিশ কাজে রোভার স্কাউট সদস্যদের সম্পৃত্তকরণ, জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ‍পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সুজায়েত ইসলাম, উপ-কমিশনার (সদর) তানভীর হয়দার চৌধুরী, উপ-কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর, উপ-কমিশনার (মতিহার) সাজিদ হোসেন, উপ-কমিশনার (শাহ মখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম,  উপ-কমিশনার (ডিবি) আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার (পিওএম) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-কমিশনার (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন, উপ-কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, সহকারী কমিশনার (বোয়ালিয়া) একরামুল হক প্রমুখ।

পরে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক সচেতনার লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।