বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (২৪ সেপ্টেম্বর) বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদস্যরা অংশ নেন।
বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু’র এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন (বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি) এ কর্মশালার উদ্বোধন করেন।
বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে বিমান বন্দরে বড় ধরনের বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম ব্যবস্থাপনা ও পরিস্থিতি মোকাবেলা করাই এ কর্মশালার প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী (ওএসপি, জিইউপি, এনডিইউ, পিএসসি) এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ওএইচ/