সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া ও জুড়ি উপজেলার হাতির মালিকদের নিয়ে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ আলোচনায় বসে তাদের এই সতর্কবার্তা দেন।
এতে কুলাউড়া ও জুড়ী থানার ওসিদ্বয় ছাড়াও কুলাউড়া পৌরসভার, সাংবাদিকবৃন্দ এবং উভয় থানার হাতির মালিকগণ উপস্থিত ছিলেন।
গত ১৯ সেপ্টেম্বর জুড়ি থানাধীন গাজীপুর চা বাগানে হাতির আক্রমণে উপজেলা ছাত্রদলের সভাপতি আজমল আলী শামীম নিহত হওয়া ও বিভিন্ন সময় হাতির তাণ্ডবে মানুষের ক্ষতির ঘটনায় এমন সিদ্ধান্ত নেয় পুলিশ।
মিটিং এ হাতির মালিকদের নিজের হাতির যথাযথ হেফাজতে ব্যর্থ হলে অবহেলাজনিত হত্যা মামলা দায়েরের হুশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও সভায় হাতি দিয়ে ভিক্ষাবৃত্তি বন্ধের ও আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনটি