ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলিমউদ্দিন কালু (৪৫) নামে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সূতির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলিমউদ্দিন কালু উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে সিরাজগঞ্জ থেকে একটি ট্রাক ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সূতির পাড়ে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সুপার সনি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক কলিম উদ্দিন কালু মারা যান। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।