ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ত্রিশালে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে সোহাগ মিয়া (২৪) নামে এক গণধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শাহ কামাল আকন্দের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রোববার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।  

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ত্রিশাল এলাকার এক কিশোরীকে একদল যুবক অপহরণ করে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীকে তারা ত্রিশাল রাঘামারা সাউদিয়া পেট্রোল পাম্পের পাশে ফেলে যায়।  

এ ঘটনায় ভিকটিমের বোন সোমা আক্তার ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।