ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খেলার বল আনতে গিয়েই দগ্ধ হয় কিশোর ইয়াসিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
খেলার বল আনতে গিয়েই দগ্ধ হয় কিশোর ইয়াসিন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইয়াসিন

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পাশে রহস্যজনকভাবে ইয়াসিন (১৭) নামের এক কিশোর দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধ ইয়াসিন কারওয়ান বাজার মাছের আড়তে কাজ করেন।

তার বাড়ি মাদারীপুরের শীবপুর উপজেলায়।

দগ্ধ ইয়াসিন জানান, আমরা কয়েকজন মিলে বিকেলে মাছের আড়তের পাশে ফুটবল খেলছিলাম। খেলার সময় বলটি রেললাইনের অপর পাশে উড়ে গেলে আমি নিজেই বলটি আনতে যাই। বলটি ধরার কিছুক্ষণের মধ্যেই আগুনের একটি ঝলক শরীরে লাগে।

তবে কোথা থেকে আগুন লাগে তা বলতে পারেননি চিকিৎসাধীন ইয়াসিন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ইয়াসিনের দুই পা ও দুই হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।