ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
আড়াইহাজারে ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবায় পড়ে জোবায়ের নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জুবায়ের ওই গ্রামের আলী আজগরের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেলে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল জোবায়ের। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখা যায় জোবায়েরের দেহ। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া বাংলানিউজকে জানান, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটি মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।