ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরের ৪ হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
মোহাম্মদপুরের ৪ হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরো চারটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) ৠাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ৠাব-২ এ অভিযান চালায়।  

সারওয়ার আলম জানান, হাসপাতালগুলোতে অভিযান চালানোর সময় পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা, অনুপযোগী অপারেশন থিয়েটার, লাইসেন্স ছাড়া অবৈধভাবে হাসপাতাল পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগ বিবেচনায় চারটি হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা ও চারটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।