সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে মোংলা থানা পুলিশ। নয়ন উপজেলার কাইনমারী গ্রামের আজাদের ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। নয়ন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মোংলা থানায় চাঁদাবাজী, ধর্ষণ ও মাদকসহ ৬টি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
আরএ