জেলার কমলনগর উপজেলা সদরের বাজারের নাম হাজিরহাট। এটি ইলিশের হাট হিসেবে পরিচিত।
বাজারের আশপাশে বেশ কয়েকটি ঘাট রয়েছে। জেলেরা ইলিশ ধরে ঘাটে ফেরেন। গদিতে উঠাতে কিনে নেন ব্যবসায়ীরা। ঘাট থেকে খুব দ্রুত ইলিশ চলে যায় হাজিরহাটে। বসে জমজমাট ইলিশের হাট।
সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টায় হাজিরহাট মাছ বাজারে গিয়ে দেখা যায়, বাজারে প্রচুর ইলিশ। ক্রেতা সমাগমও বেশ। দামও নাগালের মধ্যে। এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি সাতশ’ টাকা। সাড়ে চারশ’ থেকে পাঁচশ’ টাকায় মিলছে ৫শ’ গ্রাম ওজনের এক কেজি ইলিশ। তিন ইলিশে এক কেজি এমন মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিনশ’ থেকে চারশ’ টাকা।
স্থানীয় জেলেরা বলছেন, শেষ মুহূর্তে এসে ইলিশ ধরা পড়ছে। মৌসুমের শুরু থেকে নদীতে ইলিশের আকাল ছিলো। এবার কাঙ্খিত ইলিশ ধরা না পড়ায় নৌকা-জালের পুঁজিও উঠবে না।
ব্যবসায়ীরা বলছেন, গত ৩/৪ দিন থেকে মেঘনা নদীতে ইলিশ ধরা পড়ছে। দামও কমেছে। যে কারণে বাজার ইলিশের দখলে।
হাজিরহাট মাছ বাজারের ইজারাদার মো. সফিক বলেন, ইলিশ ধরা পড়লে বাজার জমজমাট হয়ে ওঠে। মধ্যরাত পর্যন্ত বেচাবিক্রি হয়। জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন এসে বস্তা-বস্তা ইলিশ কিনে নিয়ে যান। বাজার জমজামট থাকলে প্রতিদিন এ বাজারে ১০ লাখ টাকার ইলিশও বিক্রি হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআর/আরএ