ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ শহরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহকত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
হবিগঞ্জ শহরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহকত্রী আহত ডাকাতের হামলায় আহত নারী

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ১৫ ভরি সোনার গহনা এবং তিন লাখ নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পিংকি আক্তারকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান ফাহিম আয়ারল্যান্ড প্রবাসী। ৩য় তলা বাসার ২য় তলায় তার স্ত্রী পিংকি আক্তার, মা এবং এক বোন বসবাস করতেন। রাতে মুখোশধারী ডাকাতদল জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় নারীরা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতদল পিংকিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার হাতের ৪টি আঙ্গুলের রগ কেটে যায়। ডাকাতদল চলে গেলে আহত পিংকিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।  

পরিবারের সদস্যরা জানান, ডাকাতেরা ঘরে থাকা নগদ প্রায় ৩ লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।  

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই নারীর হাতের ৪টি আঙ্গুলের রগ কেটে গেছে। যে কারণে তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।