সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাত পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
এএসপি সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গাংনী থানা পুলিশের দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে এক বিএনপি কর্মীসহ ৭ জন, সদর থানা পুলিশ ৫ জন ও মুজিবনগর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা জিআর, সিআর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
আরএ