জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন এক টুইট বার্তায় জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সোমবার ( ২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাক্ষাৎ করেছেন।
তিনি এই সময় শেখ হাসিনাকে অভিবাদনও জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও অংশগ্রহণ করেছেন। অধিবেশনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও শেখ হাসিনার বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
টিআর/এএটি