মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওছখালি নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওছখালি এলাকার রাকিব হোসেন (২২), সাইফুল ইসলাম (২৩), রুবেল (২৭) ও রাসেল মিয়া (২৩)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওছখালি নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআরএস