ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
গাবতলীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন- মো. কাউছার (২৭) ও মো. লিটন (২৪)।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা থেকে ১৫ হাজার পিস তাদের ইয়াবাসহ আটক করা হয়। তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদকবিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলো।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।