ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১০ এএসপির বদলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
১০ এএসপির বদলি

ঢাকা: পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি বা পদায়ন করা হয়।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে সিআইডির সহকারী পুলিশ সুপার মিহির কুমার দাসকে সহকারী পুলিশ সুপার আরআরএফ খুলনা, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আহসানুল হককে সহকারী পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ৭ এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার মো. আলম সরকারকে সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল সুনামগঞ্জ, এসএএফ পাবনার সহকারী পুলিশ সুপার সালমা সুলতানা আলমকে সহকারী পুলিশ কমিশনার আরএমপি রাজশাহী, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. খোদাদার হোসেনকে সহকারী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী, সিআইডির সহকারী পুলিশ সুপার জিএম এনামুল হককে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী, সিআইডির সহকারী পুলিশ সুপার আবু হেনা মোহাম্মদ ইউসুফকে সহকারী পুলিশ সুপার র‌্যাব-৯, এপিবিএন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ রাইসুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রাম, পুলিশ স্টাফ কলেজ ঢাকার সহকারী পুলিশ সুপার এসএম আশিকুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ও ৮ এপিবিএন ঢাকার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।