ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে চোলাই মদসহ মাদকবিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
রূপগঞ্জে চোলাই মদসহ মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ মামুন মিয়া নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। মামুন ওই ইউনিয়নের মালিরটেক এলাকার সোলাইমান মিয়ার ছেলে।


 
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, মামুন বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন বলে পুলিশের কাছে খবর ছিলো। গোপন সংবাদের ভিক্তিতে দুপুরে অভিযান চালিয়ে ইছাখালি ব্রিজের নিচ থেকে ১০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।