মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে নালিতাবাড়ী-নকলা-নাকুগাওঁ সড়কে এ বৃক্ষরোপণ করা হয়।
উপজেরা কৃষি সম্প্রসারণ অধিফতর সূত্রে জানা গেছে, বজ্রপাত ও সড়কের ভাঙন রোধে ১৫০০ তাল ও ৭০০ শিমুল গাছ রোপণে উপজেলার চারটি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- হর্টি কালচার উইংয়ের পরিচালক মিজানুর রহমান, প্রকল্প পরিচালক ড. মেহেদি হাসান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, দফতর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআরএস