মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর-ঝিনাইদহ সড়কের ধর্মতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরা সদর উপজেলার ভায়নার মোড়স্থ গোরস্থান রোডের মৃত আব্দুল আলীর ছেলে নাসির উদ্দিন ওরফে নয়ন (৩৭), একই এলাকার মৃত রতন আলীর ছেলে হাসানুজ্জামান (৩৮), নিজ নান্দায়ালী গ্রামের মৃত দীলিপ ঘোষের ছেলে দিপল ঘোষ (৩৭), শহরের পুলিশ লাইন দক্ষিণ পাড়ার আক্কাছ আলী বিশ্বাসের ছেলে মাহমুদুল হাসান (৩৬)।
র্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি সোহেল পারভেজ বাংলানিউজকে জানান, আটকরা সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আটকরা মাইক্রোবাসটি চুরি করে বিক্রির চেষ্টা করছিল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান এএসপি সোহেল।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ইউজি/আরআইএস/