ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক আটকেরা

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।  

আটকেরা হলেন সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের হিমচাঁদ মণ্ডলের ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামের সেলিম মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩৭)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, কালিগঞ্জের নিমতলা থেকে পিকআপ ভ্যানে করে ফেনসিডিল নিয়ে মাগুরার দিকে যাচ্ছেন মনিরুল ইসলাম। হাটগোপালপুর এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি আটক করা হয়। পরে গাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৬ সেপ্টেম্বর) আটকদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।