ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে শিশু ধর্ষণকারী সুমনকে পোড়াদহে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
গাংনীতে শিশু ধর্ষণকারী সুমনকে পোড়াদহে গ্রেফতার প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি গ্রামের ধর্ষক সুমন হোসেনকে (২৮) গ্রেফতার করেছে ধলা পুলিশ ক্যাম্প।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলার পোড়াদহ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত (২৩ সেপ্টেম্বর) রোববার বেলা সাড়ে ১২টার দিকে কাথুলি বাজারপাড়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে একইপাড়ার মকলেচুর রহমানের ছেলে সুমন মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন।  

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।