ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ২০ দোকানে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
কাউখালীতে ২০ দোকানে আগুন কাউখালীতে আগুনে পুড়ছে দোকান-ছবি-বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় আগুন ধরে ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের আজম মার্কেটে আগুন লেগে ২০টি দোকান পুড়ে যায়। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি শাখার সহকারী আঞ্চলিক পরিচালক  দিদারুল আলম বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।