স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের আজম মার্কেটে আগুন লেগে ২০টি দোকান পুড়ে যায়। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি শাখার সহকারী আঞ্চলিক পরিচালক দিদারুল আলম বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
আরআর