ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এক গাভীর দুই বাচ্চা প্রসব!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এক গাভীর দুই বাচ্চা প্রসব! এক গাভীর দুই বাচ্চা প্রসব-ছবি-বাংলানিউজ

মেহেরপুর: প্রান্তিক বর্গা চাষী মনিরুল ইসলাম। অন্যের সামান্য জমি চাষ ও বাড়িতে একটি গাভী পালন করেই তার সংসার চলে। তার ভবিষ্যতের একমাত্র সম্বল এই গাভীটি। 

গাভীটিকে ঘিরেই তার স্বপ্নপূরণের আকাঙ্খা। গাভীর বাচ্চা হলে সেটা পালন করে কিছু টাকা জমিয়ে একবারে মোটা কাজ করবেন বলে তার মনে আশা।

 তার সে স্বপ্ন উবে যায়নি। বরং গাভীটি আশীর্বাদ হয়ে তাকে উপহার দিয়েছে একসঙ্গে দু’টি বাচ্চা।

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের  ২ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়া এলাকায় ঘটেছে এমন ঘটনা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একসঙ্গে দু’টি বাছুর প্রসব করে গাভীটি।

একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার মানুষ দেখতে বেশ ভিড় জমিয়েছে মনিরুল ইসলামের বাড়িতে।

গাভীর মালিক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আমি ও আমার স্ত্রী দু’নেই গাভীটিকে সন্তানের মতো করে দেখভাল করি। পেটে বাচ্চা আসার পর থেকেই আমরা তার সেবাযত্ন করি বেশি করে। আজ আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর দু’টি ও গাভী সুস্থ আছে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।