গাভীটিকে ঘিরেই তার স্বপ্নপূরণের আকাঙ্খা। গাভীর বাচ্চা হলে সেটা পালন করে কিছু টাকা জমিয়ে একবারে মোটা কাজ করবেন বলে তার মনে আশা।
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়া এলাকায় ঘটেছে এমন ঘটনা।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একসঙ্গে দু’টি বাছুর প্রসব করে গাভীটি।
একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার মানুষ দেখতে বেশ ভিড় জমিয়েছে মনিরুল ইসলামের বাড়িতে।
গাভীর মালিক মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আমি ও আমার স্ত্রী দু’নেই গাভীটিকে সন্তানের মতো করে দেখভাল করি। পেটে বাচ্চা আসার পর থেকেই আমরা তার সেবাযত্ন করি বেশি করে। আজ আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর দু’টি ও গাভী সুস্থ আছে।
বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআর