ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক পারের অপেক্ষায় ট্রাকের দীর্ঘ লাইন (ফাইল ছবি)

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে। নৌরুটে ফেরির তুলনায় বাড়তি যানবাহনের চাপের কারণেই অপেক্ষামাণ ট্রাকের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলে জানান ফেরিঘাট সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, মাওয়া ফেরিঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বাড়ছে।

বিশেষ করে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে বেশি। যে কারণে সীমিত ফেরি দিয়ে অধিক যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি হচ্ছে।

তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপারে সুযোগ দেওয়ার কারণে ভোগান্তিতে রয়েছেন পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকেরা। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আড়াই শতাধিক ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, মধ্যরাত থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও জরুরী পণ্যবাহী ট্রাকের চাপ ছিলো বেশি। সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করার কারণে ফেরিঘাট এলাকায় আটকা পড়েছে তিন শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৭টি ফেরি রয়েছে। দুপুর নাগাদ অপেক্ষমাণ ট্রাকগুলো পারাপার হতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।