বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালেও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে বাংলানিউজকে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, পদ্মায় পানি দ্রুত হ্রাস পাওয়ায় লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারভাইজার মো.জামিল হোসেন জানান, কাঁঠালবাড়ী ঘাট থেকে সকালে কোনো ফেরি ছেড়ে যায়নি। তবে শিমুলিয়া ঘাটে একটি মিডিয়াম ফেরি পরিবহন লোড দিচ্ছে বলে জানা গেছে। ’
তিনি আরও জানান, নাব্য সংকটের কারণে দিনের বেলায় গত তিনদিন ধরে মাত্র চার থেকে পাঁচটি রো রো ও মিডিয়াম আকারের ফেরি চলাচল করছে। এসব ফেরি আবার ধারণ ক্ষমতার কম পরিবহন নিয়ে পদ্মা পার হচ্ছে। এরপরও চ্যানেল মুখের ডুবোচরের সঙ্গে ফেরির তলদেশ ঠেকে যাচ্ছে। নাব্য নিরসনে বেশ কয়েকটি ড্রেজার খননকাজ চালিয়ে গেলেও পানি দ্রুত কমতে থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ফলে দুর্ভোগ সহসাই কাটছে না এ নৌরুট ব্যবহারকারীদের!
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ‘মঙ্গলবার রাত থেকেই বন্ধ রয়েছে ফেরি চলাচল। বুধবার সকালেও কোনো ফেরি চলাচল শুরু করেনি। নৌপথের অবস্থা বুঝে ফেরি ছাড়া হবে। ’ তবে বেলা বাড়লে ৪ থেকে ৫টি ছোট ফেরি চলাচল শুরু করতে পারে।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ওএইচ/