বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহাজাদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, ঘটনার পর থেকে জাহেদ ডাক্তার পালিয়ে ছিলো।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের উন্মুক্ত জলাশয় দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুস সালাম ও জাহেদ ডাক্তারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গত ১৯ আগস্ট প্রকাশ্যে মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেলের বাড়িতে হামলা চালিয়ে মুক্তি খাতুনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে মারা যায়। ঘটনার পর থেকে পালিয়ে ছিলো মূল হোতা জাহেদ ডাক্তার।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরএ