বুধবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পশ্চিম রুপনারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাফায়েত হোসেন ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, বুধবার ভোরে ১৪ বিজিবি’র অধীনস্থ কড়িয়া কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্বাস আলী দেওয়ানের নেতৃত্বে একটি টহল দল পাগলাদেওয়ান বিওপি’র মেইন পিলার ২৭২/৬-এস সংলগ্ন পশ্চিম রুপনারায়ণপুর গ্রামে শাফায়েত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি শ্যুটারগান উদ্ধার করা হয়। আটকের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে ধামইরহাট থানায় পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরএ