ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বজ্রপাত থেকে রক্ষা পেতে ২০ হাজার তালবীজ রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বজ্রপাত থেকে রক্ষা পেতে ২০ হাজার তালবীজ রোপণ তাল বীজ রোপণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া

নওগাঁ: বজ্রপাত থেকে রক্ষা পেতে নওগাঁর ধামইরহাটে ২০ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিএমডিএ) উদ্যোগে তালবীজ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া।  

উপজেলার বিহারিনগর-সেননগর হয়ে বংশিবাটি রাস্তায় তাল বীজগুলো রোপণ করা হয়।

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন- বিএমডিএ ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, উপহকারী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, আব্দুস সোবহান সাফি, ইউপি মেম্বার আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।  

সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান জানান, চলতি অর্থ বছরে ধামইরহাট উপজেলায় ২০ হাজার তালবীজ রোপণ করা হবে, যা ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।