বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিক চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের ঠাকুরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই ইউনিয়নের চতন্তর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে মো. ইউসুফ বাংলানিউজকে জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন তার বাবা। পরে স্থানীয় লোকজন মাধ্যমে জানতে পারেন তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। কিন্তু ঘটনার সময় আশপাশে কোনো মানুষ না থাকায় যানবাহন শনাক্ত করা সম্ভব হয়নি।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরএ