ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার কচুয়া উপজেলার বিলকুল গ্রামের আকুব্বর আলী নকিবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বিলকুল গ্রামের জয়নাল শেখের ছেলে রাজমিস্ত্রি হারেজ শেখ (৩২) এবং কাকাড়বিল গ্রামের সুমিজ উদ্দিন মোল্লার ছেলে তানজিল মোল্লা (৩৫)।

 

কচুয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির বাংলানিউজকে বলেন, আকুব্বর আলী নকিব তার বাড়িতে নির্মাণাধীন ভবনে দুই জন রাজমিস্ত্রি ও দুই জন শ্রমিক কাজ করছিল। ওই ভবনের একটি রুমে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রয়োজনীয় কাজ করছিল তারা। এসময় শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে হারেজ শেখ ও তানজিল মোল্লা মারা যান। এ ঘটনায় দগ্ধ হন মালেক মোল্লা ও হালিম শেখ।

আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০১০ ঘণ্টা,  সেপ্টেম্বর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।