বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের কবির হোসেনের বড় ছেলে খলিল মিয়া (২৫) ও ছোট ছেলে অলিউল্লাহ (২০)।
নিহতদের বাবা ও স্থানীয়দের বরাত দিয়ে নজরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বাদল সরকার বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে খলিল ও অলিউল্লাহর সঙ্গে তাদের চাচাতো মামা রাশেদের বিরোধ ছিল। প্রতিপক্ষের করা মামলায় সম্প্রতি গ্রেফতার হওয়ার পর গত রোববার জামিনে বের হয়ে আসেন খলিল। এর জের ধরে বুধবার দুপুরে খলিল ও অলিউল্লাহ তার চাচাতো মামা রাশেদকে তার বাড়িতে গিয়ে মারপিট করেন। এতে ক্ষিপ্ত হয়ে খলিল ও অলিউল্লাহকে কুপিয়ে হত্যা করেন রাশেদ ও তার ভাই খোরশেদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, নিহত খলিলের বিরুদ্ধে পাঁচটি ও তার ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এসআই