বুধবার (২৬ সেপ্টেম্বর) বাগানের ১০নং ডিভিশনের একটি বাঁশ ঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সঞ্জিত ওই এলাকার ললিত প্রধানের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে জানা গেছে সঞ্জিত এলাকার বিভিন্নজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এগুলো পরিশোধ করতে না পারায় তিনি আট মাস ধরে পলাতক ছিলেন। এরপর তার মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি এখানে আসেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে সঞ্জিত তার মাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছেন বলে ঘর থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরননি। বুধবার বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীরা বাঁশ ঝাড়ে গলায় শার্ট পেচানো অবস্থায় সঞ্জিতের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনটি