বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক খন্দকার শহীদুল ইসলামসহ রেল কর্মকর্তারা কাশিয়ানী থেকে ট্রেনে চড়ে বেলা ১টার দিকে গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছান। এ সময় তারা বিভিন্নস্থানে থেমে থেমে রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী কি না তা পরীক্ষা করে দেখেন।
১২শ’ ৫৮ কোটি টাকা ব্যয়ে কাশিয়ানী-গোপালগঞ্জ-গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়। এরফলে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করছে গোপালগঞ্জবাসী।
দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ ২০১৫ সালের নভেম্বর মাসে কাজ শুরু করে। ইতোমধ্যে তারা তাদের কাজ শেষ করেছে। এখন কোথাও কোন ত্রুটি রয়েছে কি না তা পরীক্ষা নিরীক্ষা করে দেখচ্ছেন।
বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক খন্দকার শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। আগামী মাসের যেকোনো সময় এটি উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এনটি