ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
সাভারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

ঢাকা (সাভার): সাভারে নিখোঁজ হওয়ার তিনদিন পর মো. ইয়াসিন (১০) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার বালুর মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ সেপ্টেম্বর) বাবা-মায়ের সঙ্গে দেওগাঁ এলাকায় নানির বাড়িতে বেড়াতে আসে ইয়াসিন।

ওইদিন বিকেলেই বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পর তাকে খোজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পরে বুধবার সন্ধ্যায় দেওগাঁ ব্রিজের পাশে বালুর মাঠে চাপা দেওয়া অবস্থায় শিশু ইয়াসিনের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন বাংলানিউজকে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে শিশুর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।  

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সুজায়েত।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।