বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দু’জনকে সৈয়দপুর বাস টার্মিনালে একটি বাস থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ দু’জন হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মাহবুবুর রহমানের ছেলে এবং নীলফামারীর ডোমার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত মমিনুল ইসলাম (৩৫) ও কিশোরগঞ্জের আবদুল মজিদ।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে মমিনুল ডোমার থেকে মজিদকে নিয়ে বাসযোগে গ্রামের বাড়ি (চিরিরবন্দর) যাওয়ার জন্য বের হন। তার সঙ্গে ছিল এক লাখ টাকা। কিন্তু বাসে প্রতারক চক্র কৌশলে দু’জনকে চেতনানাশক পান করায়। বিকেল ৪টার দিকে বাসটি সৈয়দপুর টার্মিনালে এসে দাঁড়ালে তাদের ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তখন তাদের উদ্ধার করে অচেতন অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগী বাংলানিউজকে জানান, তাদের চেতনানাশক খাওয়ানো হয়েছিল। তবে দু’জন একন আশঙ্কামুক্ত।
সৈয়দপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এইচএ/