বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন মাশরুফ হোসেন মাশফি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দীক, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাঈল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এর আগে, জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি