বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড হেডম্যান পাড়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার বাসিন্দা সুমন মার্মা ও চকরিয়ার বাসিন্দা মো. বেলাল।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অভিযানে বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ও র্যাব-৭ এর কক্সবাজারের দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট মির্জা শাহেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় মদ ও সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, আটক দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি